Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৪

অপারেশন ও সমন্বয় শাখা

শাখা: অপারেশন ও সমন্বয়
(Branch: Operation and Co-ordination)

 

মোহাম্মদ আবদুল আজিজ পাটোয়ারী

পরিচালক (ভূতত্ত্ব) ও শাখা প্রধান

ফোন (অফিস): ০২-৮৩৯১৯৬৩

মোবাইল: ০১৭১২৮১১২৫২

ই-মেইল: aziz.patwary@gsb.gov.bd

 

অধিদপ্তরের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য শাখার কার্যক্রমের সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যে ১১টি উপশাখার মাধ্যমে দায়িত্বসমূহ পালন করা এ শাখার অন্যতম কাজ।

 

লোকবল:

১। জনাব মোহাম্মদ আলমগীর কবীর, উপ-পরিচালক (ভূতত্ত্ব)

২। জনাব মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক (ভূতত্ত্ব) 

 
দায়িত্ব ও কার্যাবলী:
  • অর্থ, জনশক্তি ও উপকরণ সুবিধাদির ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে কারিগরি ও বৈজ্ঞানিক কার্যক্রমকে সহযোগিতা প্রদান;
  • জনশক্তি নিয়োগ, পদোন্নতি, স্থায়ীকরণ, সাংগাঠনিক কাঠামো তৈরি;
  • সমন্বিত পরিকল্পনার আওতায় জনবলের কর্মস্পৃহার বৃদ্ধিসাধন ও প্রয়োজনীয় নির্দেশ প্রদান;

 

উপ-শাখা/ ইউনিটসমূহ

ক) কারখানা উপ-শাখা:

উপ-শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার নাম: মঞ্জুর আহমেদ ইলাহী ,সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল) ও  পরিবহন ও স্টোর অফিসার (অতিরিক্ত দায়িত্ব), পরিবহন উপ-শাখা।

উপ-শাখার দায়িত্ব ও কার্যাবলী:

 

 

খ) পরিবহন উপ- শাখা

উপ-শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার নাম: মঞ্জুর আহমেদ ইলাহী ,সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল) ও  পরিবহন ও স্টোর অফিসার (অতিরিক্ত দায়িত্ব), পরিবহন উপ-শাখা।

শাখার দায়িত্ব ও কার্যাবলী: 

ক) যানবহনে পেট্রোলিয়াম, অয়েল ও লুব্রিকেন্ট (পিওএল) সরবরাহ ও জ্বালানি বিলের মঞ্জুরী তৈরি এবং চলাচলসহ সমুদয় রেকর্ড লগ বই -এ সংরক্ষণ;

খ) দাপ্তরিক এবং বহিরঙ্গন কর্মসূচির চাহিদা অনুযায়ী যানবাহন বন্টন ও সরবরাহ;

গ) নতুন যানবাহন ক্রয় এবং অকেজো যানবাহন নিলাম সংক্রান্ত কার্যাদি সম্পাদন করা;

ঘ) ত্রুটিপূর্ণ যানবহন চিহ্নিত করে মেরামত করার ব্যবস্থা নেয়া;

ঙ) যানবাহনে ব্যবহৃত জ্বালানির হিসাব রাখা ও বিলের মঞ্জুরী তৈরি করা;

চ) গাড়িচালকদের বহিরঙ্গন কাজে অবস্থানের অফিস আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করা।